ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলু রফতানির নগদ সহায়তা পেতে ইপিবির প্রত্যয়নপত্র লাগবে

প্রকাশিত: ০৯:৩৪, ২২ অক্টোবর ২০১৯

আলু রফতানির নগদ সহায়তা পেতে ইপিবির প্রত্যয়নপত্র লাগবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর প্রত্যয়নপত্র ছাড়া আলু রফতানির বিপরীতে নগদ সহায়তা দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২০ অক্টোবর বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রীমকোর্টের আপীল বিভাগে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আলু রফতানির বিপরীতে নগদ সহায়তার ক্ষেত্রে রফতানিকারকের আবেদনের সঙ্গে ‘রফতানি উন্নয়ন ব্যুরো’র প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। অর্থাৎ আলু রফতানির বিপরীতে নগদ সহায়তা পেতে বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্রের সঙ্গে ইপিবির সনদও জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংকে কিংবা নিরীক্ষার জন্য অডিট ফার্মে অপেক্ষমাণ থাকা নগদ সহায়তার জন্য ২০ অক্টোবরের আবেদন এবং পরবর্তী আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকরী হবে। প্রসঙ্গত, দেশের রফতানি খাতকে চাঙ্গা ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে আলু রফতানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা দেয়া হয়।
×