ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহে ব্রিফকেসে মস্তক ও পাবিহীন যুবকের লাশ

প্রকাশিত: ১১:১৩, ২২ অক্টোবর ২০১৯

ময়মনসিংহে ব্রিফকেসে মস্তক ও পাবিহীন যুবকের লাশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজের পাশে পড়ে থাকা একটি ব্রিফকেস থেকে বস্তাবন্দী অবস্থায় মস্তক ও হাত পা বিহীন এক যুবক (৩০)এর খ-িত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টায় রাজধানী ঢাকা থেকে আসা বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা পরীক্ষা-নিরীক্ষার পর ব্রিফকেস খুলে এই লাশ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য পরে এই লাশ পাঠানো হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। এর আগে রবিবার বেলা ১১টার সময় স্থানীয় লোকজন পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজসংলগ্ন আন্তঃজেলা বাস টার্মিনালের সামনের ব্যস্ততম রাস্তার পাশে লাল রংয়ের একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোমা সন্দেহে সন্ধ্যার পর থেকে রাতভর ব্রিফকেস ঘিরে রাখে পুলিশ ও র‌্যাব সদস্যরা। ১২ ঘণ্টারও বেশি সময় উদ্বেগ আর আতঙ্কে থাকার পর সোমবার সকালে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটায় বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। এ সময় উপস্থিত সাংবাদিকদের ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বিচ্ছিন্ন এই হত্যাকা- পেশাদার অপরাধীদের কাজ। তদন্ত করে এর রহস্য বের করা হবে। পুলিশের ধারণা ঘটনা ধামাচাপা দিতে খুনীচক্র হত্যার পর শরীর থেকে হাত পা ও মস্তক বিচ্ছিন্ন করে থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা সদরের বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে পলিথিনে মোড়ানো একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহে উদ্ধার করা খ-িত দেহের সঙ্গে কুড়িগ্রাম থেকে উদ্ধার করা পায়ের মিল থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। ডিআইজি-ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরির্দশনের সময় স্থানীয় সাংবাদিকদের জানান, তদন্তের মাধ্যমেই জানা যাবে আসল রহস্য।
×