ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব পিডিবির

প্রকাশিত: ১১:১৬, ২২ অক্টোবর ২০১৯

বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব পিডিবির

স্টাফ রিপোর্টার ॥ পাইকারি বিদ্যুতের মূল্য সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। আগামী অর্থবছরে প্রায় আট হাজার ৬০৮ কোটি টাকা বিদ্যুত উৎপাদনে ঘাটতি হতে পারে। এই আশঙ্কা থেকেই সরকারের কাছে ভর্তুকি বা মূল্য বৃদ্ধির জন্য কমিশনের কাছে আবেদন করেছে তারা। এ বিষয়ে পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ জনকণ্ঠকে বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর একটি প্রাথমিক প্রস্তাব আমরা দিয়েছি। প্রস্তাবে কোন সংখ্যার কথা আমরা উল্লেখ করিনি। শুধুমাত্র আমাদের লোকসানের একটা হিসেব দিয়েছি। চিঠিতে আমরা বলেছি, সময় আসছে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। গ্যাসের দাম বেড়ে গেছে। গ্যাসের দাম বাড়ানোর ফলে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়ছে। ফলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি বলেন, বিইআরসি বিষয়টি বিবেচনা করছে কিনা তাই আমরা জানালাম।
×