ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তান সফরে গেল অনুর্ধ-১৬ ক্রিকেট দল

প্রকাশিত: ১২:০৯, ২২ অক্টোবর ২০১৯

পাকিস্তান সফরে গেল অনুর্ধ-১৬ ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। তারও আগে মহিলা ক্রিকেট দলেরও পাক সফর রয়েছে। তবে নিরাপত্তা ইস্যুর কারণে কোনটিই চূড়ান্ত হয়নি। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং পাক ক্রিকেট বোর্ড (পিসিবি) কেমন নিরাপত্তা দেবে তার পরীক্ষাটা দিতে হচ্ছে বাংলাদেশের কিশোর ক্রিকেটারদের। সোমবার রাতে বাংলাদেশ অনুর্ধ-১৬ ক্রিকেট দল পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে। রবিবার পর্যন্তও বিসিবি থেকে নিশ্চিত করা হয়নি অনুর্ধ-১৬ ক্রিকেট দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর হবে কিনা। নিরাপত্তা পর্যবেক্ষকরা পাকিস্তান ঘুরে রিপোর্ট না দেয়াতে সিদ্ধান্তটি ঝুলে ছিল। তবে কিশোর ক্রিকেটাররা পাকিস্তান সফরে যাওয়ার সার্বিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সোমবার রাতে তারা পাক সফরে গেছেন। এই সফরে বাংলাদেশের কিশোররা ২টি তিন দিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। ২৫-২৭ অক্টোবর ও ৩০ অক্টোবর-১ নবেম্বর দুটি ৩ দিনের ম্যাচ এবং ৪, ৬ ও ৮ নবেম্বর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডির খান রিসার্চ ল্যাবরেটরিজ গ্রাউন্ড। বাংলাদেশ অনুর্ধ-১৬ ক্রিকেট দল ॥ তানবীর আলম শাম, অনিক চাকী, নাঈম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন সিয়াম, আমির হোসেন আসিফ, মিনহাজুল হোসেন মেঘ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মাজহারুল হক রূপম, আরাফাত ইসলাম, লিমন হোসেন, আহসান হাবিব লিয়ন, মুশফিক হাসান, আশিকুর জামান ও আহমদ শরীফ।
×