ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

প্রকাশিত: ১২:১৭, ২২ অক্টোবর ২০১৯

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের বলদিয়া পুকুর নামক স্থানে যাত্রীবাহী পাগলু (থ্রি হুইলার) উল্টে শাহনাজ বেগম মলি (৩৯) নামে এক শিক্ষিকা নিহত হয়েছে। ৫ শিক্ষিকা আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহনাজ বেগম মলিরুহিয়া উম্মুল মুমেনীন হযরত খাদিজাতুল কোবরা (রহ) বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন এবং রুহিয়া থানাধীন ঘনিমহেশপুর গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। তিনি সোমবার সকালে পাগলু গাড়িতে করে ঠাকুরগাঁও শহরের বাসা থেকে রুহিয়ায় কর্মস্থলে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় পাগলু গাড়িতে করে শিক্ষিকা মলি ও তার সহকর্মী শিক্ষিকাগণ রুহিয়া অভিমুখে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পাগলু গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে পাগলুর ৭ যাত্রী আহত হয়। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভালুকায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও এক ভ্যানচালক আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম হাফিজুর রহমান (৪৮)। তার পিতার নাম মোবারক আলী। তিনি টাঙ্গাইল জেলা গোপালপূর উপজেলার বাধাই গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। জানা গেছে, ব্যবসায়ী হাফিজুর রহমান রিক্সাভ্যানে মনোহারি মাল নিয়ে ভালুকার দিকে আসার সময় একইগামী প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যানটি পেছন থেকে বাইসাইকেল আরোহী হাফিজুর রহমান ও মালবোঝাই ভ্যানটির চালক উপজেলা রাংচাপড়া গ্রামের আসাদ আলীর ছেলে ইব্রাহীমকে ধাক্কা দিলে তারা দুই জনই ছিটকে মহাসড়কের মাঝে পড়ে গুরুতর আহত হন। দুজনকেই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক হাফিজুরকে মৃত ঘোষণা করেন। ইব্রাহীমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নেত্রকোনায় শিশু নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা এলাকায় পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে বিল্লাল হোসেন (৮) নামে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের পাঁচাশি পাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। জানা গেছে, চল্লিশার নূরুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বিল্লাল সন্ধ্যার দিকে বাড়িতে ফিরছিল। এ সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। কচুয়ায় যাত্রী নিজস্ব সংবাদদাতা কচুয়া চাঁদপুর থেকে জানান, মাইক্রোবাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঢাকা-কচুয়া সড়কে একজন নিহত ও দুজন আহত হয়েছে। সোমবার দুপুরে ওই সড়কের পালাখাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দোয়াটি গ্রামের কিশোর রঞ্জন ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে সে মারা যায় । আহতরা হল নেয়াদ্দা গ্রামের দুলাল হোসেন ও দোয়াটি গ্রামের স্কুলছাত্রী মনি আক্তার সীমা। দিনাজপুরে বিএনপি নেতা স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, বাসচাপায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম (৪৮) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সরকারী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম জেলার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সড়ক দুর্ঘটনায় এসময় মোটরসাইকেলের অপর ২ আরোহী গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য দিনাজপুর এম রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×