ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কেয়া কম্পোজিট গুদামে আগুন

প্রকাশিত: ১২:১৮, ২২ অক্টোবর ২০১৯

গাজীপুরে কেয়া কম্পোজিট গুদামে আগুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানার গুদামে সোমবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার গুদামে রাখা সুতাসহ অন্য মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গাজীপুর মহানগরের কোনাবাড়ির জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানার গুদামে সোমবার সকাল ৮টার দিকে একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশে ছড়িয় পড়ে এবং এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোপালগঞ্জ নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, কোটালীপাড়া উপজেলা এলজিইডির কার্যালয়ে অগ্নিকা-ে উপজেলা ইঞ্জিনিয়ারের কক্ষের সমস্ত মাল ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কোটালীপাড়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ অফিসের নাইট গার্ড ছলেমান মীর প্রথমে উপজেলা ইঞ্জিনিয়ারের কক্ষে ধোঁয়া দেখতে পান। তিনি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দিলে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মীরসরাই নিজস্ব সংবাদদাতা মীরসরাই, চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে অগ্নিকা-ে ১০ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে তারা একসঙ্গে আত্মহত্যা করেছে। তবে পুলিশ জানিয়েছে রেলক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর ভদ্রা মোড়ের জামালপুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের লাশ জিআরপি থানা পুলিশের হেফাজতে রয়েছে। অপর জনের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শবাগারে রাখা হয়েছে। এরা হলো- মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার মেয়ে রুবাইয়া খাতুন(৩)। নেত্রকোনায় নারী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার পূর্বধলা উপজেলার প্রতাপপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আলেহা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আলেহা খাতুন ওই উপজেলার হাপানিয়া গ্রামের হক মিয়ার স্ত্রী। সোমবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
×