ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালিক-শ্রমিককে দণ্ডের জের

চট্টগ্রাম নগরীতে হঠাৎ বাস চলাচল বন্ধ

প্রকাশিত: ১২:১৯, ২২ অক্টোবর ২০১৯

চট্টগ্রাম নগরীতে হঠাৎ বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম মহানগরীতে হুট করে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয়ায় সোমবার ভোর থেকে চরম দুর্ভোগে পড়তে হয় কর্মস্থল অভিমুখী যাত্রীদের। সকল রুটেই ছিল যানবাহনের অভাব। এতে করে সাধারণ মানুষ পড়ে যায় খুবই বেকায়দায়। ফিটনেসহীন গাড়ি চালানোর দায়ে এক মালিককে এবং নিয়ম অমান্য করায় দুই শ্রমিককে কারাদ- দেয়ার প্রতিবাদে শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করে। শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, সাংগঠনিক সিদ্ধান্ত না হলেও ভীত হয়ে শ্রমিকরা গাড়ি চালাচ্ছেন না। অপরদিকে প্রশাসন বলছে, পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী গণপরিবহনগুলোর মালিকদের রয়েছে ৭ সংগঠন। কোন সংগঠনই এই কর্মসূচী প্রদানের কথা স্বীকার করেনি। কিন্তু তারপরও সোমবার ভোর থেকে সড়কগুলো ছিল এক প্রকার যানবাহন শূন্য। কর্মস্থলে যাবার উদ্দেশে বেরিয়ে সাধারণ মানুষ পড়ে যান ভোগান্তিতে। বিভিন্ন স্পটে শত শত যাত্রীর ভিড় সৃষ্টি হয়। হঠাৎ করে একটি গাড়ি পেলে দেখা যায় তাতে আরোহণের জন্য হুড়োহুড়ি। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হয়েছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাড়া খরচ করে। শিশু-কিশোরদের অনেকেই স্কুলে যেতে পারেননি। কোন ধরনের ঘোষণা না থাকায় যাত্রীরাও বুঝতে পারছিলেন না, কেন এই সঙ্কট। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল স্বীকার করেন যে, ধর্মঘটের বিষয়ে কোন সাংগঠনিক সিদ্ধান্ত নেই।
×