ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাতিয়ায় নৌ পুলিশের অভিযানে ২৫ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ

প্রকাশিত: ২৩:৫৫, ২২ অক্টোবর ২০১৯

হাতিয়ায় নৌ পুলিশের অভিযানে ২৫ হাজার মিটার জাল ও ইলিশ জব্দ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার রাতে নৌ-পুলিশ মা ইলিশ সংরক্ষণে মেঘনায় অভিযান চালায়। চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার গোলাম মর্তুজা,পুলিশ পরিদর্শক একরাম উল্ল্যা,এস আই আব্দুর রহমান ঢালী সঙ্গীয় ফোর্স নিয়ে হাতিয়ার ইসলাম চরে অভিযান চালায় এসময় তারা ১৮হাজার মিটার অবৈধ কারেন্ট জাল,৫হাজার মিটার সুতা জাল,২ হাজার মিটার চরঘেরা জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা চরের উপরে উঠে পালিয়ে যায়। জব্দকৃত জাল গুলো হাতিয়া চেয়ারম্যান ঘাটে এনে পুড়িয়ে ফেলা হয়। মাছ গুলো স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার গোলাম মর্তুজা বলেন নিষিদ্ধ সময়ে মা ইলিশ সংরক্ষণে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসের কর্মকর্তা নুরুল ইসলাম।
×