ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় দুই ভুয়া এনজিও কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ০২:০১, ২২ অক্টোবর ২০১৯

নেত্রকোনায় দুই ভুয়া এনজিও কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কৃষি পুনর্বাসনের নামে সহজ-সরল কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের সময় দুই ভুয়া এনজিও কর্মকর্তাকে গ্রেফতার করেছে কলমাকান্দা থানা পুলিশ। সোমবার রাতে ওই উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রতারকরা হচ্ছে: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আবু ছামান(৪০) ও বেলংকর গ্রামের আমির উদ্দিনের ছেলে এমরান মিয়া(৩৬)। কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, এ দুই ব্যক্তি এনজিও কর্মকর্তা পরিচয়ে ফুলবাড়ি গ্রামের কৃষকদের কাছে গিয়ে বিনাসুদে একটি গরু এবং নগদ ২০ হাজার টাকা দেয়ার কথা বলে সদস্য হওয়ার আহ্বান জানায়। তাদের কথায় উদ্বুদ্ধ হয়ে অনেকে ১শ টাকা দিয়ে সদস্য ফরম সংগ্রহ করে এবং ২ হাজার টাকা ফি দিয়ে সদস্য হয়। এ সময় দু-একজনের সন্দেহ হলে তারা উপজেলা কৃষি কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রতারণা সম্পর্কে নিশ্চিত হয়। পরে তারা কৌশলে দুই প্রতারককে আটক করে পুলিশে খবর দেয়। রাতে পুলিশ পৌঁছে তাদের গ্রেফতার করে। এ ব্যাপারে আব্দুল কদ্দুছ নামে এক ভূক্তভোগী বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে চালান করা হয়েছে।
×