ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে ॥ ব্রিগেডিয়ার শাহরিয়ার

প্রকাশিত: ০৩:২৩, ২২ অক্টোবর ২০১৯

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে ॥ ব্রিগেডিয়ার শাহরিয়ার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ সম্প্রতি সময়ে পাহাড়ের আইন-শৃংখলা রক্ষার্থে খাগড়াছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোন অধিনায়ক লেঃ কর্নেল রুবায়েত মাহমুদ হাসিবের সভাপতিত্বে সকালে জোনের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নবাগত গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ শাহরিয়ার জামান। এসময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে রিজিয়নের বিএম মেজর ফজলে রাব্বি, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবদীন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান র্ঝনা ত্রিপুরা, থানার ওসি বিদ্যুৎ বড়–য়া সহ জোনের আওতাধীন বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজের কৃত ছাত্র/ছাত্রীদের মাঝে বই, অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান তুলে দেন রিজিয়ন কমান্ডার।
×