ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে মাদকের টাকা না দেয়ায় স্ত্রীর গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:১১, ২২ অক্টোবর ২০১৯

হবিগঞ্জে মাদকের টাকা না দেয়ায় স্ত্রীর গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ মাদক কেনায় টাকা না দেয়ায় আজ মঙ্গলবার ভোর রাতে হবিগঞ্জের উপজেলা লাখাইয়ের পল্লী ভরপূর্নিতে স্ত্রী মাহফুজা আক্তার (২৫) কে গলা কেটে হত্যা করেছে পাষন্ড স্বামী। নিহত মাহফুজা সংশ্লিস্ট গ্রামের তিরইসলামের মেয়ে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মোঃ রবিউল ইসলাম জনকন্ঠকে জানান, প্রায় ৭ বছর পূর্বে ওই গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র মকসুদ আলীর সাথে একই গ্রামের তিরইসলামের মেয়ে মাহফুজার বিয়ে হয়। তারপর থেকে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিইে কাটছিল। সম্প্রতি স্বামী মকসুদ আলীর সাথে মদ খাওয়া সহ নানান বিষয়াদি নিয়ে স্ত্রী মাহফুজার ঝগড়া-বিবাদ চলছিল। শুধু তাই নয়, মকসুদ আলী প্রায়শ মদ পান করে বাড়ী ফিরলে স্ত্রী তাতে প্রতিবাদ জানাতো। এতে ক্ষিপ্ত হয়ে নানা অশ্লীল ভাষায় স্ত্রীকে অকাট্য গালাগাল করতো মকসুদ। ঘটনার রাতেও মকসুদ মাদক কেনার জন্য টাকা চাইলে স্ত্রী মাহফুজ তাতে অনীহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে এই রাতের কোন এক সময়ে নিজ বাড়ীতে মহফুজাকে ঝাপটে ধরে মকসুদ। এসময় মাহফুজা বাঁচাও বাঁচাও বলে সুরচিৎকার আশপাশের অনেকেই শুনতে পান। সেই সাথে লোকজন সংশ্লিস্ট বাড়ীতে পৌছার আগেই মাহফুজাকে গলা কেটে হত্যার পর স্বামী মকসুদ পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে সংশ্লিস্ট থানার ওসি সাইদুলের নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত মাহফুজার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ঘাতক মকসুদকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিস্ট থানা পুলিশকে নির্দেশ দেন।
×