ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৩১, ২২ অক্টোবর ২০১৯

মেঘনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি ॥ কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কতিপয় ব্যক্তিরা নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের হল রুম প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসী লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের কথা সাংবাদিকদের কাছে তোলে ধরে, বলেন আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে জনগণের সেবা করে আসছি। যার জন্য এখানকার জনগণ আমাকে ৩ বার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। গত ইউপি নির্বাচনে আমার সাথে পরাজিত হয়ে লিটন সরকার আব্বাসী স্থানীয় জামাত-বিএনপির সাথে আতাত করে এবং আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এলাকায় আমার নামে বিভিন্ন ষড়যন্ত্রসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। তবে এসব ভিত্তিহীন অভিযোগের কোন তথ্য প্রমাণ না পাওয়ায় ইতিমধ্যে তা বাতিল হয়ে গেছে। চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসী বলেন, কথিত আ’লীগ নেতা নামধারী লিটন আব্বাসী এলাকায় বিদ্যুতের খুটি নতুন মিটার সংযোগসহ দেয়ার নামে গরীব-অসহায় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার বহু অভিযোগ এলাকাবাসী আমার কাছে করেছে। আমি তার অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এর প্রতিবাদ জানাই।
×