ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমতলীতে ছাদ কৃষিতে সাফল্য

প্রকাশিত: ০৪:৪৮, ২২ অক্টোবর ২০১৯

আমতলীতে ছাদ কৃষিতে সাফল্য

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা ॥ বরগুনার আমতলী পৌর শহরে ছাদ কৃষিতে সফলতা পেয়েছে কৃষকরা। গত চার বছরে পৌর শহরে শতাধিক কৃষক ছাদে বিভিন্ন ফলদ, বনজ ও সবজি গাছের চারা রোপন করেছেন। দিন দিন ছাদ কৃষির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ছাদ কৃষিতে প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার নেই। প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা পেলে ছাদ কৃষির প্রসারতা বৃদ্ধি পাবে বলে জানান কৃষিবীদরা। জানাগেছে, ২০১৫ সালে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম শাহজাদা আকন তার বাড়ীর দ্বিতল ভবনের ছাদে প্রথম ছাদ কৃষি গড়ে তোলেন। এতে ব্যাপক সফলতা অর্জন কওে তিনি। তার সফলতা দেখে আমতলী পৌর শহরে গত চার বছরে শতাধিক কৃষক ছাদে মাদা তৈরি করে বিভিন্ন ফলদ, বনজ ও সবজি গাছের চারা রোপন করেছেন। এতে তারা ব্যাপক সফলতা অর্জন করেছেন। ফলে দিন দিন ছাদ কৃষির প্রসারতা বৃদ্ধি পাচ্ছে। রেজউল করিম শাহজাদা আকন প্রথমে ৫ টি ড্রামে ফুলের চারা দিয়ে পরীক্ষামূলক ছাদ কৃষি শুরু করে। পরীক্ষামূলক শুরু হলেও ফুলের চারার ভালো দেখে পুরে ছাদে বাগান তৈরির পরিকল্পনা নেয়। কৃষকরা বাগানে আম, কমলা, কামরাঙ্গা, ডালিম, ছবেদা, চাইনিচ কমলা, লেবু, জলপাই, পেয়ারা, বড়ই, মালটা ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন করেছেন। ছাদ কৃষিতে প্রশিক্ষণ ও কারিগড়ি প্রযুক্তির ব্যবহার নেই বলে জানান কৃষকরা। প্রশিক্ষণ ও প্রযুক্তির সহায়তা পেলে ছাদ কৃষি আরো প্রসারতা বৃদ্ধি পাবে বলে জানান কৃষিবীদরা। মঙ্গলবার আমতলী পৌর শহরের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, ছাদের উপরে সারিবদ্ধ ভাবে মাদা তৈরি ড্রাম। প্রতিটি মাদায় একটি করে ফলদ, বনজ ও সবজি গাছ লাগানো। গাছে ফল ধরেছে। আমড়া গাছে থোকায় থোকায় আমড়া ঝুলছে। মালটা গাছে মালটা, কমলা গাছে কমলা, লেবু গাছে লেবু, কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরেছে। এছাড়া গোলাপ, গান্ধা, জুই, চামেলিসহ বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে। ফুলের পাশাপাশি রয়েছে সবজি গাছ লাউ , পুঁই শাক ও বেগুন প্রভৃতি। কৃষকদের ছাদে বিভিন্ন প্রজাতির ফল, ফুল ও সবজির ছোট বড় মাদা রয়েছে। আমতলী উপজেলা কৃষি অফিসার সিম রেজাউল করিম বলেন, শহরের বসবাসরত মানুষ তাদের ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ও সবজি উৎপাদন করে প্রতিদিন বিষমুক্ত ও নিরাপদ ফল ও সবজি খেতে পারে। এতে একাধারে যেমন দেশে উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারে তেমনি নিজেরা নিজেদের চাহিদা পূরণ করতে পারে। মানুষ ছাদ কৃষিতে এগিয়ে আসলে কৃষি সম্প্রসারিত হবে বলে আশা করি। তিনি আরো বলেন, ছাদ কৃষি বিস্তারের জন্য কারিগরি ও প্রযুক্তির সহায়তার অভাব রয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ প্রয়োজন।
×