ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশেষায়িত ব্যাংক হিসেবে রাকাব সবার শীর্ষে

প্রকাশিত: ০৫:২৮, ২২ অক্টোবর ২০১৯

বিশেষায়িত ব্যাংক হিসেবে রাকাব সবার শীর্ষে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিশেয়ায়িত ব্যাংকের মান অর্জনে সবার শীর্ষস্থান অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। সম্প্রতি সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৮-২০১৯ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী রাকাব এ সাফল্য অর্জন করে। একইসঙ্গে পারফরমেন্স বিবেচনায় রাষ্ট্রায়ত্ব ব্যাংক সমূহের যে মূল্যায়ন করা হয়েছে তাতে রাকাব সর্বোচ্চ নম্বর পেয়ে ‘অতিউত্তম’ মান অর্জন করেছে যা বিশেষায়িত ব্যাংকগুলির মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। রাকাবের জনসংযোগ কর্মকর্তা জামিল আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। রাকাব সূত্র জানায়, মন্ত্রণালয় ও ব্যাংকের মধ্যে সম্পাদিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ৭টি মাপকাঠি বিবেচনায় মোট ১০০ নম্বরের মধ্যে রাকাবের অর্জন ৯৩ দশমিত ৪২। কৃষি উন্নয়নে ঋণ সহায়তা, ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুতকরণ, আর্থিক প্রশাসনিক শৃঙ্খলা শক্তিশালীকরণ, অটোমেশনের মাধ্যমে উন্নত সেবার মানোন্নয়ন, কর্মসম্পাদনে গতিশীলতা, সেবার মান বৃদ্ধি, দাফতরিক কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের কারনে এ সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যাংকের এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ গত রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন ব্যাংক কর্তৃপক্ষ।
×