ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁ ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৩:৫৫, ২৩ অক্টোবর ২০১৯

নওগাঁ ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আজ বুধবার ভোর রাতে নওগাঁর পত্নীতলা উপজেলার শিহারা ইউনিয়নের রাজাপুরের লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে বদলগাছী উপজেলার সাগরপুর মেম্বারপাড়ার আব্দুর গফুর ওরফে ভোলার পুত্র। সে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে শুধু বদলগাছী থানাতেই ১১টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এঘটনায় ডিবি পুলিশের ৩ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, ডিবির এএসআই ফেরদৌস, কনষ্টেবল মনির হোসেন ও আব্দুর রহমান। তাদের নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় যায়। এসময় মাদক চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্যকরে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। মাদক ও চোরাকারবারীদের সঙ্গে পুলিশের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। অন্যরা পালিয়ে যায়।
×