ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খোকন ভূঁইয়া

‘পদ্মার প্রেম’ নিয়ে আইরিন

প্রকাশিত: ০৬:১৯, ৩১ অক্টোবর ২০১৯

‘পদ্মার প্রেম’ নিয়ে আইরিন

চলতি বছর ২০ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে হারুন-উজ-জামান পরিচালিত আইরিন অভিনীত ‘পদ্মার প্রেম’ ছবিটি। বাংলা, ওড়িয়া ও ভোজপুরী ভাষায় নির্মিত এই ছবিটি আগামীকাল (১ নবেম্বর) দেশের প্রেক্ষাগৃহে ‘পদ্মার প্রেম’ নামে মুক্তি পাচ্ছে। ছবিতে গ্রামের মেয়ে পদ্মার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘পদ্মার প্রেম’ ছবির গল্প গড়ে উঠেছে পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি গ্রামের মানুষকে কেন্দ্র করে। ছবিটি চলতি সপ্তাহে কলকাতার আটটি হলে চলছে বলে আইরিন জানায়। নবেম্বরের শেষের দিকে ভোজপুরী ভাষায় মুক্তি পাবে। পদ্মা মা মরা মেয়ে। বাবা গ্রাম প্রধাণ। পদ্মা ভীষণ চঞ্চল। আইরিন এমন চরিত্র কখনও করেনি। ভীষণ ভাল লাগেছে কাজটি করতে পেরে।’ -বললেন আইরিন। ছবিতে দর্শকদের জন্য নতুন কি আছে? ‘গল্প নির্ভর একটি ছবি। ‘পদ্মার প্রেম’ দেখে দর্শক নিরাশ হবেন না। এদিকে, ২০১৮ সালে ছবির কাজ শুরু হয় আর শেষ হয় চলতি বছরের জানুয়ারিতে। ছবির শূটিং হয়েছে মানিকগঞ্জের পদ্মা পাড়ে। এতে আইরিন ছাড়া আরও অভিনয় করেছেন অভিনেতা সুমিত সেনগুপ্ত, সাদেক বাচ্চু, জয়ন্ত চট্টোপাধ্যায়, চিত্রনায়ক আলেকজান্ডার বো, চিত্রনায়িকা মুনমুনসহ অনেকে। আইরিন অভিনীত ‘সেভ লাইফ’, ‘পার্টনার’, ‘আহারে জীবন’, ‘রৌদ্রছায়া’ ছবিগুলো মুক্তির অপেক্ষায়। বিয়ে করছেন কবে ? একুশের আগে চিন্তা করছি না। একুশের পর ভেবে দেখব। এখনকার বেশিরভাগ ছবিই ব্যবসায়িকভাবে সফলতা পাচ্ছে না। কীভাবে সফলতা পেতে পারে বলে মনে করেন? ‘এখনকার বেশিরভাগ ছবিতে সফলতা পায় না কথাটি ঠিক। তাই প্রথমে বলতে চাই একজন শিল্পী যখন কাজ করে তখন তার মাথায় থাকে না সিনেমার কথা। সে মন দিয়ে তার কাজটিই করে। পুরো বিষয় থাকে পরিচালকের ওপর। কেউ নিজের ওপর নির্ভর করতে পারে না। একজন শিল্পী পরিচালকের ওপর নির্ভরশীল। সেই পরিচালকের কাছে ছবির সফলতা নির্ভর করে এবং শিল্পীর ভাগ্যও। একজন শিল্পী তার জায়গা থেকে শতভাগ চেষ্টা করে ভাল করার। তবে সব কিছু নির্ভর করে পরিচালকের ওপর। মাঝে মাঝে দেখা যায় কিছু ছবির প্রচারণা ছাড়াই মুক্তি পায়। যে কারণে ছবিটি ব্যাপারে কেউ জানতে পারে না। অনেকটা নীরবই মুক্তি পাওয়ায় আর্থিকভাবে লোকসান গুনতে হয়। তখন প্রযোজক পরবর্তীতে প্রয়োজনায় আগ্রহী হয় না। তবে প্রচার থেকে শুরু করে ছবিটির সফলতার কথা চিন্তা করে সবাই কাজ করলে তা হলে ছবিটি সফলতা পাবেই।’ -বললেন আইরিন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির কাছে প্রত্যাশা ব্যক্ত করে আইরিন বলেন, ‘নতুন কমিটির কাছে আমার অনুরোধ শিল্পীদের কল্যাণে যেন কাজ করে সংগঠনটি। ইন্ডাস্ট্রিতে এখন ছবি নেই সেই জায়গা থেকে কমিটি যেন শিল্পীদের পাশে গিয়ে দাঁড়ায়। সবার মুখে একটাই কথা, ফিল্মপাড়ায় সঙ্কট। উত্তরণের কোন আইডিয়া বা পরামর্শ আছে কি? ‘সিনেমা নেই যার কারণে এত সঙ্কট। সিনেমা বাড়াতে প্রথম ভূমিকা হিসেবে হলের পরিবেশ ঠিক করতে হবে এবং আধুনিক হল নিমার্ণ করতে হবে। দিন দিন আমরা সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি। সংস্কৃতিতে দর্শকদের ফিরিয়ে আনতে হবে। তাদের ফিরিয়ে আনতে হলে ভাল গল্পের সিনেমা হতে হবে। তরুণ প্রজন্মকে টার্গেট করে সিনেমা বানাতে হবে। যোগ করে আইরিন বলেন জানতে পারলাম চলচ্চিত্রের হাজারো ইতিহাসের সাক্ষী ‘রাজমণি’ সিনেমা হলটি বন্ধ হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষর কাছে অনুরোধ সেখানে মাল্টিপ্লেক্স করার পাশাপাশি একটি সিনেপ্লেক্স করার। কারণ হাজারো ইতিহাসের সাক্ষী এই হলটি। আমরা দুর্ভাগা আমাদের সংস্কৃতি ধরে রাখতে পারছি না। বিলুপ্তির দিকে ঢেলে দিচ্ছি। সেই জায়গা থেকে যেনও ঐতিহাসিক যে জায়গাগুলো আছে সেগুলো যেন ধরে রাখতে পারি। সবশেষে দর্শকদের উদ্দেশ আইরিন বলেন, সব ছবি সবার জন্য না। ‘পদ্মার প্রেম’ যারা দেখতে যাবেন তারা আশাহত হবেন না। সবাই সুন্দর একটি গল্প নির্ভর ছবি দেখতে পাবেন। ছবিটি দর্শক হলে গিয়ে দেখলে নিরাশ হবে না কথা দিচ্ছি।
×