ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হলো টুর্নামেন্টের স্মারক ট্রফি

প্রকাশিত: ০৮:১২, ৫ নভেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হলো টুর্নামেন্টের স্মারক ট্রফি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে প্রথমবারের মতো নারী ভলিবল খেলোয়াড়দের জন্য বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৯-১৪ নভেম্বর পর্যন্ত। ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলায় আগামী ৯ নভেম্বর বিকেল ৩টায় উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল আফগানিস্তান নারী ভলিবল দলের মুখোমুখি হবে। এই আসরে অংশ নেবে আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরগিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। এ উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টুর্নামেন্ট স্মারক ট্রফি ও বাংলাদেশ নারী দলের জার্সি তুলে দিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তার সঙ্গে আরও ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই-এর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও বিজিএমই-এর সভাপতি রোবানা হক।
×