ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিঁপড়ের প্রেমে রামোস-মদ্রিচ!

প্রকাশিত: ০৮:২২, ৫ নভেম্বর ২০১৯

পিঁপড়ের প্রেমে রামোস-মদ্রিচ!

স্পোর্টস রিপোর্টার ॥ পিঁপড়ের প্রেমে মজেছেন সার্জিও রামোস ও লুকা মদ্রিচ! তবে আসল নয়, ৬০ সেন্টিমিটার লম্বা এই পিঁপড়ে ব্রোঞ্জের। যার বিভিন্ন রকম মডেল কিনছেন দুই রিয়াল মাদ্রিদ তারকা। যে স্ট্যাচুর এক-একটির মূল্য পাঁচ হাজার ইউরো বা প্রায় সাড়ে চার লাখ টাকা। রামোস বরাবরই শিল্প-ভাস্কর্যপ্রেমী। পরিবারের সঙ্গে লন্ডনে বেড়াতে গিয়ে প্রথমে রামোস কিনেছিলেন ব্রোঞ্জের এই পিঁপড়ে। একটি উপহার দিয়েছিলেন স্ত্রীকে। অন্যটি দিয়েছিলেন বাচ্চাদের। পরে আরও কিনেছেন। সম্প্রতি মদ্রিচ সেই পিঁপড়ের স্ট্যাচু কিনেছেন। তবে এই স্ট্যাচুগুলো একটি বড় শিল্পকর্মের অংশ। স্প্যানিশ মিডিয়ার খবরে জানা গেছে, ইশিউট নামের এক শিল্পী এ রকম ১০০০টি ব্রোঞ্জের পিঁপড়ে বানিয়েছেন ‘ডেজার্ট অপারেশন’ নামের একটি প্রকল্পের জন্য। বড় শিল্পকর্মটি তৈরির সময় ওই শিল্পী ডেকে পাঠাবেন পিঁপড়ের মূর্তির সব মালিককে। সেদিন সব মালিককে সেখানে হাজির হতে হবে। মদ্রিচ-রামোসদেরও হাজির হতে হবে তাদের পিঁপড়েদের নিয়ে।
×