ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিয়ুং-মিনের লাল কার্ড বাতিল করল এফএ

প্রকাশিত: ০৩:৫৮, ৬ নভেম্বর ২০১৯

হিয়ুং-মিনের লাল কার্ড বাতিল করল এফএ

অনলাইন ডেস্ক ॥ আন্দ্রে গোমেসকে ফাউল করে সন হিয়ুং-মিনের পাওয়া লাল কার্ড বাতিল করেছে ফুটবল এসোসিয়েশন (এফএ)। এর ফলে টটেনহ্যাম ফরোয়ার্ডের তিন ম্যাচের নিষেধাজ্ঞাও বাতিল হয়েছে। টটেনহ্যামের আপিলের ভিত্তিতে সংস্থাটির স্বাধীন নিয়ন্ত্রক কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার গুডিসন পার্কে ম্যাচের ৭৮তম মিনিটে হিয়ুং-মিনের ফাউলের পর বেকায়দায় পড়ে গিয়ে ডান পায়ে গুরুতর আঘাত পান গোমেস। অস্ত্রোপচারের পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এভারটনের এই মিডফিল্ডার। বল দখলে নিতে গিয়ে ফাউলটি করেছিলেন হিয়ুং-মিন। গোমেসের চোটের ভয়াবহতা অনুধাবন করে এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি। দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ডকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি মার্টিন অ্যাটকিনসন, পরে দেখান লাল কার্ড। গোমেসের চোটে হিয়ুং-মিনের ফাউলের ভূমিকা নেই দাবি করে এরপর রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে টটেনহ্যাম। ম্যাচের ভিডিও পর্যালোচনা করার পর এই আপিলের পক্ষেই রায় দিল ইংলিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। “ভুল সিদ্ধান্তে নিষেধাজ্ঞা পাওয়ার দাবি স্বাধীন নিয়ন্ত্রক কমিশন সমর্থন করায় টটেনহ্যামের পরবর্তী তিন ম্যাচে সন হিয়ুং-মিন খেলতে পারবে।” প্রিমিয়ার লিগে টটেনহামের পরবর্তী তিন ম্যাচের প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও বোর্নমাউথ।
×