ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় প্রায় ২ কোটি টাকা মুল্যের ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:৫২, ৭ নভেম্বর ২০১৯

নওগাঁয় প্রায় ২ কোটি টাকা মুল্যের ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ নবেম্বর॥ নওগাঁয় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্সের অভিযানে ৪টি বিভিন্ন ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বিজিবি নওগাঁ ১৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল একেএম আরিফুল ইসলাম পিএসসির নেতৃত্বে অভিযানটি বুধবার রাতে সদর উপজেলার বর্ষাইল গ্রামে পরিচালিত হয়। ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একে এম আরিফুল ইসলাম আজ বৃহষ্পতিবার দুপুর ১টায় বিজিবি মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এই তথ্য প্রদান করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধিনায়কের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বি এম তারিক-উজ-জামান এবং জেলা পুলিশের এএসআই মোঃ মাহবুবুর রহমানের সমন্বয়ে টাস্ক ফোর্স বর্ষাইল গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র মোঃ হাবিবুর রহমানের বাড়ির পার্শ্বে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৩৮ কেজি, একটি ৩৫ কেজি, একটি ১৪ দশমিক ৮৫০ কেজি এবং একটি ১৩ কেজি ওজনের মোট ৪টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে। ৪টি মূর্তির সর্বমোট ওজন ১শ’ দশমিক ৮৫০ কেজি। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বলা হয়েছে, উদ্ধারকৃত মূর্তিগুলোর বর্তমান বাজার মুল্য ১ কোটি ৮৫ হাজার টাকা। মূর্তিগুলো দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে একত্রিত করা হয়েছিল বলে জানানো হয়েছে। অভিযান পরিচালনার সময় আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মূর্তিগুলো ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
×