ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০২:০১, ৮ নভেম্বর ২০১৯

নীলফামারীতে আইডিইবি’র ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (আইডিইবি) ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও সমাবেশ হয়েছে। আইডিইবি জেলা কমিটির আয়োজনে আজ শুক্রবার সকালে জেলা শহরে এই কর্মসুচী পালন করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে ‘লার্নিং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সফিকুল আলম ডাবলু। সাধারণ সম্পাদক দীজেন্দ্র নাথ রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়াউর রহমান, রামগঞ্জ টেকনিক্যাল স্কুলের(ভোকেশনাল) অধ্যক্ষ হায়দার আলী খান, সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া। এরআগে বনার্ঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারী বেসরকারী দফতরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন। পরে আব্দুল মান্নান বসুনিয়াকে সভাপতি ও হায়দার আলী খানকে সাধারণ সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়।
×