ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’

প্রকাশিত: ০২:১১, ৮ নভেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে শত ভাবনা নিয়ে ‘আমার বঙ্গবন্ধু’

অনলাইন রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন কী ভাবছে বর্তমান প্রজন্ম? দেশপ্রেম ও দেশ গড়ার প্রেরণায় তারা কীভাবে উদ্বুদ্ধ হচ্ছে জাতির পিতার জীবনাদর্শ, উন্নয়ন দর্শন, প্রেরণাময়ী ভাষণ ও ভাবনায়? এসব অন্বেষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে ‘আমার বঙ্গবন্ধু-প্রেম ও প্রেরণায়’ শীর্ষক প্রকাশনা ও প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সারাবিশ্বে অবস্থানরত যেকোন বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। সর্বোচ্চ ৫০০ শব্দে বাংলায় কম্পোজকৃত লেখা আগামী ৩১ ডিসেন্বর ২০১৯ তারিখের মধ্যে [email protected] ঠিকানায় পাঠাতে হবে। সেরা ১০ টি লেখার জন্য বিশেষ পুরস্কারসহ মোট ১০০ জন লেখককে আনুষ্ঠানিকভাবে ঢাকায় সম্মাননা জানানো হবে এবং নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত হবে ‘আমার বঙ্গবন্ধু’ সংকলন।
×