ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল

প্রকাশিত: ০২:১২, ৮ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল সাগরে মাছ শিকার শেষে কিনারে ফেরার পথে এফবি মা কুলসুম ট্রলারের জেলে বেল্লাল হোসেন সাগরে পড়ে ডুবে গেছে। আজ শুক্রবার ফজরের সময় কুয়াকাটার ঝাউবাগান সংলগ্ন গভীর সাগরবক্ষে এ জেলে ডুবে গেছে। দুপুর পর্যন্ত হতভাগা জেলের কোন খোঁজ মেলেনি। ট্রলারের মাঝি মোঃ হারুন জানান, তারা ১৫ জন জেলে মাছ শিকার শেষে ফিরছিলেন। নিখোঁজ জেলের বাড়ি পঞ্চগড় জেলায়। ট্রলারের মালিক আবুল কালামের বাড়ি কলাপাড়ার আলীপুরে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাতে থেকে কলাপাড়ার গোটা উপকূলে গুড়ি গুড়ি থেকে কখনও মাঝারি ধরনের বৃষ্টি পড়ছে। গুমোট ভাব বিরাজ করছে। আমনচাষীরা দিশেহারা হয়ে আছে। আর কয়দিন পরে ক্ষেতের বাম্পার ফলন ঘরে তোলার স্বপ্নে তারা বিভোর ছিলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতির শঙ্কায় এখন আতঙ্কে রয়েছেন। পায়রা বন্দরসহ গোটা এলাকায় চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটের ছোট ছোট নৌযানকে চলাচল বন্ধ রাখতে উপজেলা প্রশাসন নির্দেশনা দিয়েছে। ঢাকাগামী দোতলা লঞ্চ না ছাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান নিশ্চিত করেছেন। উপজেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান জানান, ঘূর্ণিঝড়টি পায়রা বন্দর থেকে কিলোমিটার ৬৫০ দুরে দক্ষিণে সাগরে অবস্থান করছে। ঘুর্ণিঝড়টির কেন্দ্রে ৬৪ কিলোমিটারের মধ্যে এর গতিপথ ৯০-১১০ কিমি।
×