ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আমরা ৩৮টি ডট বল খেলেছি ॥ মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৭:০৫, ৮ নভেম্বর ২০১৯

আমরা ৩৮টি ডট বল খেলেছি ॥ মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক ॥ অনেকেই হয়তো বলবেন, রোহিত শর্মার ও রকম বিধ্বংসী ব্যাটিংয়ের পরে জেতার আশা না করাই ভাল। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াধ কিন্তু বিষয়টার সঙ্গে পুরোপুরি একমত নন। হারের কারণ প্রসঙ্গে তিনি বলছেন, অতিরিক্ত ডট বল খেলার জন্যই রান তোলার গতি কমে যায় দলের। তার ফলে আরও বড় টার্গেট চাপানো সম্ভব হয়নি ভারতের উপরে। বৃহস্পতিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও মহম্মদ নাইম ওপেনিং জুটিতে ৬০ রান করেন। এই দুই ব্যাটসম্যান বড় রানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ষষ্ঠ ওভারেই পঞ্চাশ তুলে ফেলেছিল বাংলাদেশ। সেই দলই নির্ধারিত ২০ ওভারের শেষে করে ১৫৩ রান। অথচ ১৭০-এর বেশি রান করতেই পারত বাংলাদেশ। ম্যাচের শেষে মাহমুদুল্লাহ বলেন, “টি টোয়েন্টি ম্যাচে ৪০-এর বেশি ডট বল খেললে জেতার আশা তখনই শেষ হয়ে যায়। আমরা ৩৮টি ডট বল খেলেছি। পরের ম্যাচে এ দিকে নজর দিতে হবে।’’ সিরিজ নির্ণায়ক তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দলে কি ব্যাপক পরিবর্তন আনবে বাংলাদেশ? মাহমুদুল্লাহ অবশ্য পরের ম্যাচে দলে বিশেষ পরিবর্তন চাইছেন না। তিনি বলেন, ‘‘আমি মনে করি না দলে খুব একটা পরিবর্তনের দরকার রয়েছে। ব্যাটিং বিভাগে সামান্য কিছু সংশোধন করতে হবে। আমরা যে গতিতে রান তুলতে শুরু করেছিলাম, তাতে ১৭০ রান তুলতেই পারতাম। ১২ ওভারে আমরা ১০৩ রান করেছিলাম। ফলে ১৭০-১৮০ রান করতেই পারতাম।’’ সেই রানটাই তুলতে পারেনি বাংলাদেশ। মিডল অর্ডার ভেঙে পড়ায় সেই রান করা সম্ভব হয়নি বলে মনে করছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘‘মিডল অর্ডারে বেশ কয়েকটি উইকেট দ্রুত হারানোর ফলে আমাদের রান তোলার গতি কমে যায়। পরের ম্যাচে এই দিকে আমাদের নজর দিতে হবে।’’ রাজকোটের ভুল থেকে কি নাগপুরে শিক্ষা নেবে বাংলাদেশ? রবিবার তারই প্রমাণ মিলবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×