ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’

প্রকাশিত: ০৯:২৫, ৯ নভেম্বর ২০১৯

 টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ বৈশাখী টেলিভিশনের ডিএমডি ও প্রধান সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব টিপু আলম মিলনের গল্পে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন এই সময়ের নির্মাতা আকাশ রঞ্জন। নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকের নাম ‘বউ শাশুড়ি’। চ্যানেল সূত্রে জানা গেছে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নতুন এই ধারাবাহিকটি আগামী ২৩ নবেম্বর থেকে সপ্তাহে তিনদিন-শনি, রবি ও সোমবার রাত ৮-৪০ মিনিটে নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। নাটক প্রচার উপলক্ষে চ্যানেল কার্যালয়ে আজ সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নাটকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন নাট্য সংশ্লিষ্টরা। ‘বউ শাশুড়ি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, অহনা, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহমেদ, অনামিকা, গুলশান আরাসহ অনেকে। নাটকের লেখক টিপু আলম মিলন বলেন, বউ-শাশুড়ির মধ্যে সম্পর্কের টানাপড়েন দীর্ঘদিনের। মা এবং বউয়ের মন রক্ষা করতে গিয়ে সন্তানরূপী স্বামী বেচারাকে ফুটবলের ন্যায় প্রতিনিয়ত চক্কর খেতে হয়। শিল-পাটার ঘর্ষণের মতো তার অবস্থা যেন চিড়ে চ্যাপ্টা। এমতাবস্থায় সংসারে শুরু হয় অশান্তির আগুন। এমন ঘটনা প্রায় প্রতিটি পরিবারের মধ্যেই বিরাজমান। অথচ শাশুড়ি যদি তার ছেলের বউকে মেয়ের মতো আর বউ যদি তার শাশুড়িকে মায়ের মতো মনে করত তাহলে এমন অশান্তি আর দেখতে হতো না। প্রতিটি পরিবারে বিরাজ করত শান্তিময় পরিবেশ। মূলত এ তাগিদ থেকেই বউ-শাশুড়ি নাটকের গল্পটি লিখেছি আমি। আমি মনে করি বিগত দিনে দর্শকরা আমার লিখা গল্পের নাটক যেভাবে গ্রহণ করেছেন এ নাটকটিও তাদের সেভাবেই গ্রহণীয় হবে বলে আমার বিশ্বাস। দীর্ঘ ধারাবাহিক বউ-শাশুড়ি নাটকের শুরুটা বলতে গিয়ে টিপু আলম মিলন বলেন, গল্পের নায়ক আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যতিব্যস্ত তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোন আলোচনা না করেই তার ব্যবসায়িক পার্টনার আজমল সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। কারণ আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। মেজ ছেলে দুলাল দায়িত্ব নেয় শিলাকে বাড়ি থেকে বের করে আজমল সাহেবের মেয়ে ডায়নাকে বাড়ির বউ করার। সে আদৌ কি সেটা পারবে? পারিবারিক এমনই নানা উত্তেজনা আর নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
×