ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিনজো আবেকে ‘বেকুব’ আখ্যা দিল উ. কোরিয়া

প্রকাশিত: ০৯:৩৩, ৯ নভেম্বর ২০১৯

 শিনজো আবেকে ‘বেকুব’ আখ্যা  দিল উ. কোরিয়া

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ইডিয়ট এ্যান্ড ভিলেন (বেকুব ও খলনায়ক) হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। আবেকে উত্তর কোরিয়া সফরের অনুমতি দেয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষা নিয়ে আবের সমালোচনার জবাবে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে। খবর ইয়াহু নিউজের। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার এসব মন্তব্য করেছে। এতে বলা হয়েছে, আবের পিয়ংইয়ংয়ে পা রাখার স্বপ্নও দেখা উচিত নয়। উত্তর কোরিয়া গত ৩১ অক্টোবরেই সুপার-লার্জ মাল্টিপল রকেট লঞ্চার পরীক্ষা করেছে। দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে সে উৎক্ষেপণ কার্যক্রম দেখেছেন।
×