ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ॥ নিহত এক

প্রকাশিত: ০৯:৩৯, ৯ নভেম্বর ২০১৯

 সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ॥ নিহত এক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আমির আলী ওরফে মীর আলী (৫৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার উপজেলার বালুচর ইউনিয়নের পূর্ব চান্দ্রেরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই আজিজ এবং বোন শাহিদা বেগম গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । জানা যায়, চান্দ্রেরচর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম সুরুজ আলীর ছেলে কামিজুদ্দিন কামু, শহিদুল্লাহ, সাদরের সঙ্গে একই গ্রামের মৃত ওসামন মোল্লার ছেলে মীর আলীর জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জায়গা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় মীর আলী ও তার ভাই মোঃ আজিজ এবং বোন শাহিদা বেগম আহত হয়। গুরুতর আহত মীর আলীকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই সে মারা যায়। শাহিদা পারভীন ও মোঃ আজিজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
×