ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘূর্ণিঝড় ‘বুলবুল’॥ তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম

প্রকাশিত: ০৯:৪৬, ৮ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় ‘বুলবুল’॥ তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম

অনলইন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় জেলা পর্যায়ে এরইমধ্যে সব প্রস্তুতি নেওয়া সম্পন্ন করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। দুর্যোগকালীন সময়ে কর্মকর্তাসহ সবার ছুটি বাতিল করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থলে দুর্যোগ মোকাবিলায় অংশগ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, ২টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্টোল রুম নম্বর- ০১৩১৮ ২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডে কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর- ০১৫৫২ ৩৫৩৪৩৩। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। তবে কক্সবাজারে ৪ নম্বর সংকেত অব্যাহত রয়েছে।
×