ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চীনের প্রতিরক্ষামন্ত্রী ও গ্রাউন্ড ফোর্সের কমান্ডারের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৯:৫০, ৯ নভেম্বর ২০১৯

 চীনের প্রতিরক্ষামন্ত্রী ও  গ্রাউন্ড ফোর্সের  কমান্ডারের সঙ্গে  সেনাপ্রধানের  সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ৫ নবেম্বর দেশটির রাজধানী বেজিংয়ের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। পরে তিনি পিপলস্ লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার জেনারেল হান উয়েগোর সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে দ্বিপাক্ষিক সর্ম্পক উন্নয়ন, প্রশিক্ষণ বিনিময়, যৌথ অনুশীলন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। ৬ নবেম্বর সেনা প্রধান চীনের প্রতিরক্ষামন্ত্রী উয়েই ফেং-এর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেনাপ্রধান উল্লেখ করেন, বাংলাদেশ এবং মিয়ানমার উভয় রাষ্ট্রের জন্যই চীন অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র। তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে রাজনৈতিক উদ্যোগের পাশাপাশি সামরিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসার আহ্বান জানান। -আইএসপিআর
×