ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনলাইনে নারী উদ্যোক্তাদের ব্যবসায় সহায়তা দেবে ডিএনসিসি

প্রকাশিত: ০৯:৫১, ৯ নভেম্বর ২০১৯

 অনলাইনে নারী উদ্যোক্তাদের  ব্যবসায়  সহায়তা দেবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে অনলাইনে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য সব ধরনের সহায়তার ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি। একইসঙ্গে অনলাইন ব্যবসার মাধ্যমে ঘরে বসেই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগকে কাজে লাগানোর জন্য আগ্রহী নারীদের আহ্বান জানান। শুক্রবার রাজধানীর কাটাবনের গোরিয়াস রেস্টুরেন্টে নারী উদ্যোক্তাদের ব্যবসার অনলাইনভিত্তিক পেজ শপ ইউর ড্রিম-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র এ ঘোষণা দেন। বদলের জন্য চাই উদ্ভাবন স্লোগানে শাইন সিস্টার্স গ্রুপের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান স্পন্সর পেজ শপ ইউর ড্রিম যার (ওনার) মার্জিয়া আক্তার শাপলা ও তাসলিমা আক্তার মুক্তা। এছাড়া সহযোগী স্পন্সর পেজ হোমান (ওনার) তানজিনা মাকসুদ তনু ও পেজ পিয়ানা (ওনার) মায়া প্রিয়া এবং হেয়ার এ্যান্ড মেকআপ স্পন্সর গ্রোভি হেয়ার বিউটি এ্যান্ড স্পার দেশখ্যাত হেয়ার এক্সপার্ট রোকাইয়া টিকলি। অনুষ্ঠানে নায়িকা অরুনা বিশ্বাস, টিভি অভিনেত্রী ও মডেল উপস্থাপিকা লারা লোটাস, বিখ্যাত বিউটি বগার ও সেরা টপ ফোর মিসেস বাংলাদেশ আফরিন আনিস, লাক্স ব্র্যান্ড এ্যাম্বাসেডর ইসরাত জায়িন আহমেদসহ রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক সফল অনলাইন নারী উদ্যোক্তা ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
×