ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ৫শ’ গ্রাম স্বর্ণসহ চোরাচালানী আটক

প্রকাশিত: ০৫:০০, ৯ নভেম্বর ২০১৯

কুষ্টিয়ায় ৫শ’ গ্রাম স্বর্ণসহ চোরাচালানী আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় স্বর্ণ পাচারকারী দলের সক্রিয় এক সদস্যকে সাতটি স্বর্ণের বারসহ (৫শ’গ্রাম স্বর্ণ) আটক করেছে বিজিবি। আটক ওই চোরাচালানীর নাম তাওয়াবুর রহমান (৪২)। আজ শনিবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে মেহেরপুরগামী যাত্রীবাহী এসবি পরিবহনের একটি কোচে তল্লাশী চালিয়ে তাকে আটক এবং স্বর্ণ উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর ৪৭ বর্ডারগার্ড (বিজিবি) ব্যাটালিয়নের টহল দল। আটক তাওয়াবুর রহমান মেহেপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি পরিবহনের ওই কোচে ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাচালানী দলের সক্রিয় এক সদস্য স্বর্ণ বহন করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টরের ২নং গেটের সামনে এসবি পরিবহনের ওই বাসটির গতি রোধ করে বিজিবি টহল দলের সদস্যরা। এসময় কোচে তল্লাশী চালিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৭টি স্বর্ণের বারসহ (যার ওজন ৫শ গ্রাম) যাত্রী বেশে থাকা চোরাচালানী তাওয়াবুর রহমানকে আটক করে। পরে তাকে উদ্ধারকৃত স্বর্ণসহ মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ৪৭ বর্ডারগার্ড (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল আলম জানান, আটকৃত তাওয়াবুরের স্বীকারোক্তি অনুযায়ি পাচারকারীরা ভারত থেকে গরু ও মাদকসহ যে সব জিনিস কালোবাজারি করে দেশে আনছে তার মূল্য হিসেবে তারা টাকার পরিবর্তে স্বর্ণ বিনিময় করে পরিশোধ করছে। উল্লেখ্য গত ৯ অক্টোবর ভোরে একই ভাবে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জে আর পরিবহণ থেকে সাড়ে ৭শ গ্রাম স্বর্ণসহ একব্যক্তিকে আটক করে বিজিবি।
×