ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াকাটায় দুই হাজার পর্যটককে নিরাপদে নেয়া হয়েছে

প্রকাশিত: ০৭:১৪, ৯ নভেম্বর ২০১৯

কুয়াকাটায় দুই হাজার পর্যটককে নিরাপদে নেয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কুয়াকাটা সৈকতের সকল পর্যটকসহ ব্যবসায়ী, বাণিজ্যিক ফটোগ্রাফার, চেয়ার ছাতা ব্যবসায়ীসহ সকলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে কোন ধরনের জীবন কিংবা সম্পদহানি এড়াতে এমন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে সৈকত মানুষ শূণ্য হয়ে আছে। কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, কুয়াকাটায় এই মুহুর্তে প্রত্যেকটি হোটেলে ১০-২০ জন করে পর্যটক রয়েছেন। যাদের সংখ্যা সর্বোচ্চ দুই হাজার হতে পারে। তবে সকলে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ইউএনও মো. মুনিবুর রহমান জানান, সকলকে নিরাপদে নেয়া হয়েছে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। ]
×