ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্নীতিবিরোধী শপথ

প্রকাশিত: ০৯:১৪, ১০ নভেম্বর ২০১৯

দুর্নীতিবিরোধী শপথ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ নবেম্বর ॥ শেরপুরে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধব ভূমিসেবা ব্যবস্থাপনায় শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শেরপুর সরকারী কলেজ মিলনায়তনে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। ওইসময় তিনি ভূমি ব্যবস্থাপনায় নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, ভূমি অফিসের স্বচ্ছতা ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমুখ। শিক্ষা অনুদান প্রদান নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ নবেম্বর ॥ শনিবার দুপুরে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ছেলেমেয়েদের মাঝে শিক্ষা অনুদান প্রদান এবং কন্যাদের বিয়ের অনুদান প্রদান করা হয়। নওগাঁ বাস টার্মিনাল চত্বরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অর্থ বিতরণ করেন, ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, পরে প্রধান অতিথি নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের ৫২ জন কন্যার বিয়ে বাবদ ১৫ হাজার এবং ১৫২ জন শিক্ষার্থীর মাঝে লেখাপড়ার জন্য ৬ হাজার টাকা করে সর্বমোট ১৬ লাখ ৯২ হাজার টাকা বিতরণ করেন।
×