ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু

প্রকাশিত: ০৯:৩৩, ১০ নভেম্বর ২০১৯

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই মৌসুম শুরু

সংবাদদাতা, লালপুর ॥ উত্তরবঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেডে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৮৭তম ২০১৯-২০ সালের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। শুক্রবার বিকেলে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবদুল কাদেরের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় সিঙ্গাপুর থেকে মোবাইলের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান অজিত কুমার পাল। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিফ অব পার্সোনাল আবুল রফিক, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী প্রমুখ। উল্লেখ্য, ১৮০ কর্মদিবসে ২ লাখ ৯৬ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়, চিনি আহরণের হার ৮ দশমিক ৫০ শতাংশ ধরা হয়েছে।
×