ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৯:৩৩, ১০ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে শুক্রবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা। সিরাজগঞ্জ জেলার প্রধান ব্রান্ডিং পণ্য তাঁতশিল্প নিয়ে শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে জেলা প্রশাসন আয়োজিত মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফিরোজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী ইফতেখার উদ্দিন শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রায়হানা ইসলাম, সিরাজগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য প্রমুখ। উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, তাঁত কুঞ্জ নামে পরিচিত সিরাজগঞ্জের তাঁত বস্ত্র আজ শুধু দেশেই নয় বিদেশেও সুনাম অর্জন করেছে। এ জন্য সিরাজগঞ্জবাসীকে তাঁত ও হস্ত শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
×