ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলা কাল

প্রকাশিত: ০৯:০২, ১২ নভেম্বর ২০১৯

চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন মেলা কাল

সংস্কৃতি ডেস্ক ॥ নন্দিত লেখক, নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আগামীকাল। এ উপলক্ষে আগামীকাল চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ষষ্ঠ ‘হুমায়ূন মেলা’। মেলার উদ্বোধন হবে সকাল ১১-০৫ মিনিটে। উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন হুমায়ূন আহমেদ পরিবারের সদস্য, নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক, চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট সাংবাদিকরা। মেলায় থাকবে হুমায়ূন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকের ডিভিডির স্টল। মেলায় পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। স্মৃতিচারণ করবেন মেলায় আগত বিশিষ্টজনরা। বিকেল ২টা পর্যন্ত মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে হুমায়ূন আহমেদ নির্মিত নাটক ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’। এ নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান, ডাঃ এজাজুল ইসলাম, জয়, মোজাম্মেল হোসেন, দিলারা জামান, সালেহ আহমেদ, শবনম পারভিন, ফারুক আহমেদ, শামীমা নাজনীন, মুনমুন, আসাদুজ্জামান নূর প্রমুখ। নাটকটি আগামীকাল রাত ৮টায় প্রচার হবে। এদিন রাত ১০-১৮ মিনিটে প্রচার হবে জয়ের উপস্থাপনায় ‘৩০০-সেকেন্ড’। এ পর্বে অংশ নেবেন মেহের আফরোজ শাওন। জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেহেল বিপ্লব। এছাড়া এদিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে আর্কাইভ থেকে দেখানো হবে ‘ফিরে দেখা চ্যানেল আই ও হুমায়ূন আহমেদ’। পাশাপাশি একইদিন সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’ এবং সকাল ৯-৪৫ মিনিটে রয়েছে বিশেষ ‘তৃতীয় মাত্রা’।
×