ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি সাদিয়া আরমানকে নিয়ে ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডা

প্রকাশিত: ০৯:০৩, ১২ নভেম্বর ২০১৯

কবি সাদিয়া আরমানকে নিয়ে ম্যাজিক লণ্ঠন কবিতার আড্ডা

সংস্কৃতি ডেস্ক ॥ ব্যারিস্টার কবি সাদিয়া আরমানকে নিয়ে ম্যাজিক লণ্ঠন সাপ্তাহিক কবিতার আড্ডা-৭১৭ গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় রাজধানীর কাঁটাবন কনকর্ড এম্পোরিয়াম বেইজমেন্টে ম্যাজিক লণ্ঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। আড্ডায় সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি রুকসানা রহমান । আড্ডার মধ্যমণি কবি সাদিয়া আরমানের কবিতা ও জীবন নিয়ে আলোচনায় অংশ নেন- কবি রেজাউদ্দিন স্টালিন, শেখ বাতেন, শফিক ইমতিয়াজ, রিপন শান, বকুল আশরাফ, শাহিদা ফেন্সী, জান্নাতুন নিসা প্রমুখ। আড্ডায় বাংলা কবিতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে শক্তিশালী অনুবাদ কর্ম সম্পাদন করা দরকার বলে অভিমত ব্যক্ত করেন- কবি ব্যারিস্টার কবি সাদিয়া আরমান। আড্ডায় উপস্থিত থেকে কবিতা পাঠে অংশ নেন কবি হাফিজ উদ্দীন আহমদ, ইউসুফ রেজা, আতিয়ার রহমান, নুরুদ্দীন শেখ, বাদল চৌধুরী, সিগমা আউয়াল, মিয়া বাবরুল পথকবি, বাবলু হোসেন, কাব্য কবির, তারিক শিপন, নূর মোহাম্মদ, আ ই টুটুল, শেখ আবদুল হক চাষী, সুলতান খান, সমা খান, রমজান মাহমুদ প্রমুখ। আড্ডা সঞ্চালনা করেন- ম্যাজিক লণ্ঠন প্রধান সম্পাদক কবি রতন মাহমুদ ও সম্পাদক কবি আবৃত্তিশিল্পী শাহিদা ফেন্সী। ‘উইংস অব ডিজায়ার’ ও ‘ফিনিক্স অথবা ম্যাচবক্স’ কাব্যগ্রন্থের কবি ব্যারিস্টার সাদিয়া আরমান বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবী। তিনি প্রগতিশীল সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের মহাসচিব। পদক্ষেপ বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক। বাংলা, ইংরেজী ও উর্দু ভাষায় কবিতা লিখতে সিদ্ধহস্ত কবি সাদিয়া আরমান একজন নিবেদিত মানবাধিকারকর্মী। পৃথিবীর বহুদেশে ভ্রমণের অভিজ্ঞতালব্ধ সাদিয়া আরমানের কবিতা, মাটি মানুষ সমাজভাবনা প্রকৃতিচেতনা ও আন্তর্জাতিকতার আলোতে সমৃদ্ধ।
×