ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিত্রশালায় পাঁচ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী

প্রকাশিত: ০৯:০৪, ১২ নভেম্বর ২০১৯

চিত্রশালায় পাঁচ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চারুকলা প্রদর্শনী। ফোকাস বাংলা আয়োজিত এই প্রদর্শনীতে ১৭টি দেশের ২০০ শিল্পীর চিত্র ও শিল্পকর্ম স্থান পাচ্ছে। গত ৯ নবেম্বর প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী ঢাকা বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল আহমেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত সচিব খান মোঃ বিল্লাল এবং চিত্রশিল্পী মিন্টু দে, গোবিন্দ রায়, ভারতীয় চিত্রশিল্পী প্রবিন কুমার। সভাপতিত্ব করেন ফোকাস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কিউরেটর চিত্র শিল্পী মোঃ কাওসার হোসেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর শিল্পীর চারুকর্ম ছাড়া তুরস্ক, ইরান, সার্বিয়া, অস্ট্রিয়া ও ইতালির শিল্পীদের কাজ প্রদর্শিত হয়। জলরং এ্যাক্রিলিক, তেলরং, ড্রয়িং, ভাস্কর্য, মিক্সড মিডিয়ার শিল্পকর্ম এবং ইসলামী আর্টের নিদর্শন স্বরূপ ক্যালিগ্রাফিগুলো বৈচিত্র্যপূর্ণ। প্রদর্শনীটি আজ ১২ নবেম্বর শেষ হচ্ছে। প্রদর্শনীটি বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
×