ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০১:০১, ১২ নভেম্বর ২০১৯

প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

অনলাইন রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ঢাকা রেলওয়ে কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল।
×