ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:১৭, ১২ নভেম্বর ২০১৯

টঙ্গীতে রেলের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ মঙ্গলবার দিনব্যাপী টঙ্গীর রেল স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান, খাবার হোটেল, আবাসিক হোটেল, কাঁচা বাজার, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, ঢাকা মহানগর রেলওয়ের সহকারী ভূমি এস্টেট কসর্মকর্তা মো: অহিদুন্নবী। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড মো: হারুন অর রশিদ, এডিশনাল চীফ রেলওয়ে মো: সেলিম রউফ, ইকবাল মাহমুদসহ টঙ্গী পূর্ব থানা পুলিশ। রেলের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রেলওয়ে ভূমি উদ্ধার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এ অভিযানে ৮১ টি স্হপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের বিষয়ে ঢাকা মহানগর রেলওয়ের সহকারী ভূমি এস্টেট কর্মকর্তা মো: অহিদুন্নবী জনকণ্ঠক জানান, এই অভিযান চলমান একটি প্রক্রিয়া। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
×