ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদিতে স্প্যানিশ সুপার কাপ, দেখতে পারবেন নারীরাও

প্রকাশিত: ০৯:৫৯, ১২ নভেম্বর ২০১৯

সৌদিতে স্প্যানিশ সুপার কাপ, দেখতে পারবেন নারীরাও

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ সুপার কাপের এবারের আসর বসবে সৌদি আরবে। আগামী জানুয়ারিতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ আয়োজন বলে নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চার দলের এই টুর্নামেন্টে ২০২০ সালের ৮ জানুয়ারি প্রথম সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। পরদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। ফাইনাল হবে ১২ জানুয়ারি। এদিন শিরোপার লড়াইয়ে নামবে দুই সেমিফাইনালে জেতা দলগুালো। স্টেডিয়ামে গিয়ে নারীদের খেলার দেখার অনুমতি থাকছে এসব ম্যাচে। এছাড়া স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে তিন বছরের চুক্তিতে নারীদের একটি টুর্নামেন্টও আয়োজন করবে সৌদি আরব ফুটবল ফেডারেশন।
×