ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জালালাবাদ গ্যাসের ২১১.৭২ কোটি টাকা মুনাফা অর্জন

প্রকাশিত: ১০:০১, ১৩ নভেম্বর ২০১৯

জালালাবাদ গ্যাসের ২১১.৭২ কোটি টাকা মুনাফা অর্জন

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিঃ, সিলেট-এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ৯ নবেম্বর হোটেল স্টার প্যাসিফিক, সিলেটে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, অতিরিক্ত সচিব (উন্নয়ন), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। উক্ত সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুমোদিত হয়। ২০১৮-১৯ অর্থবছরে কোম্পানি ৩৭৯৫.০৬৫ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে ২০১৪.৩৫ কোটি টাকা এবং অন্যান্য আয় বাবদ ১৭৫.০৭ কোটি টাকাসহ মোট ২১৮৯.৪২ কোটি টাকা রাজস্ব আয় করে। আলোচ্য অর্থবছরে কোম্পানি ২১১.৭২ কোটি টাকা কর-পূর্ব ও ১৩৭.৬২ কোটি টাকা করোত্তর নিট মুনাফা অর্জন করে। -বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রে দেড় বছরে চাকরি হারিয়েছে ৩ লাখ মানুষ অর্থনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে গেল দেড় বছরে চাকরি হারিয়েছেন প্রায় ৩ লাখ মানুষ। মার্কিন গবেষণা সংস্থা মোডির গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়েছে। বাড়তি শুল্কারোপ ইস্যুতে চীনের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে, লোকসান কমাতে গত দেড় বছরে কর্মী ছাঁটাই করে অটোমোবাইল, ব্যাংকিং, প্রযুক্তিসহ প্রায় সব খাত সংশ্লিষ্টরা। অন্যদিকে বিনিয়োগ কমে যাওয়ায় কমেছে নতুন কর্মসংস্থান সৃষ্টির হারও। প্রতিবেদনে জানানো হয়, চীনের সঙ্গে দ্বন্দ্ব অবসান না হলে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মোট কর্মী ছাঁটাইয়ের পরিমাণ ৯ লাখ ছাড়িয়ে যেতে পারে।
×