ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মান করে ভারত ॥ রিভা

প্রকাশিত: ১০:০৫, ১৩ নভেম্বর ২০১৯

প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মান করে ভারত ॥ রিভা

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নৌ সংক্রান্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে এ অঞ্চলের প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মান করে ভারত। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকা গ্লোবাল ডায়লগে তিনি এ কথা বলেন। ঢাকা গ্লোবাল ডায়লগে ‘ইন্দো প্যাসিফিক সংযোগ : অবকাঠামো ও প্রভাব’- শীর্ষক পর্বে বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার। খবর বাংলা নিউজের। এ সময় তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নৌ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতসহ এই অঞ্চলের দেশগুলোর নৌ খাতের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব রয়েছে। এ হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারত নৌ সংক্রান্ত স্বাধীনতায় বিশ্বাস করে। আন্তর্জাতিক আইন অনুসারে এই অঞ্চলের প্রতিটি দেশের নৌ নিরাপত্তাকে সম্মানও করে ভারত। রিভা গাঙ্গুলী দাশ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কানেকটিভিটিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছি আমরা। কানেকটিভিটির মধ্যে দিয়ে দুই দেশই লাভবান হবে। পিএসসিতে মিলাদ গত ১১ নবেম্বর সোমবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মিলাদ মাহফিলে হযরত মুহাম্মদ (স.)-এর জীবনাদর্শের ওপর আলোকপাত এবং শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য দোয়া করা হয়। কমিশনের চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ সকল কর্মকর্তা-কর্মচারী উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×