ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলিবিদ্ধ আরেক ডাকাতের মৃত্যু

প্রকাশিত: ১০:০৬, ১৩ নভেম্বর ২০১৯

গুলিবিদ্ধ আরেক ডাকাতের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় আহত কামাল (৫০) নামে আরও এক ডাকাতের মৃত্যু হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তারুজামান জানান, গত ৭ নবেম্বর রাত ২টার দিকে বাড্ডা ও ভাটারা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ডাকাত সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ফরহাদ নামে গুলিবিদ্ধ এক ডাকাতের মৃত্যু হয়। গুলিবিদ্ধ কালাম চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা গেছে। বিষয়টি ডিবি পুলিশ খতিয়ে দেখছে। ইয়াবাসহ তিনজন আটক স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নাখালপাড়া থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক তিনজন হলেন মজিবুর রহমান মৃধা (৪৮), মহসীন হোসেন মৃধা (২৬) ও মমতাজ বেগম (৪২)। সোমবার রাতে ডিবি উত্তর বিভাগের একটি টিম তাদের আটক করে। এ বিষয়ে ডিবি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহরম আলী জানান, কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আসছে এমন তথ্যের ভিত্তিতে পশ্চিম নাখালপাড়ায় অবস্থান নেয় ডিবি সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি প্রাইভেটকার থামানো হলে মজিবুর ও মহসীন পালানোর চেষ্টাকালে এবং মমতাজকে গাড়িতে বসা অবস্থায় আটক করা হয়। এ সময় মজিবুরের দেহের বিভিন্ন অংশে কালো স্কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় চার হাজার পিস ইয়াবা এবং মহসীনের দেহ তলাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
×