ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খোকন ভূঁইয়া

‘জীবনে সেরা অর্জন’ -সাইমন

প্রকাশিত: ০৬:০৮, ১৪ নভেম্বর ২০১৯

‘জীবনে সেরা অর্জন’ -সাইমন

সাইমন সাদিক। বর্তমান সময়ে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই সুদর্শন নায়কের। এরপর একই নির্মাতার ‘পোড়ামন’ ছবিতে কাজ করে পরিচিতি পান। এদিকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন এই অভিনেতা। বৃহস্পতিবার (৭ নবেম্বর) তথ্য মন্ত্রণালয় ২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করার পরপরই আনন্দকণ্ঠের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেন সাইমন। অনুভূতি ব্যক্ত করে সাইমন বলেন, ‘এটা আমার স্বল্প জীবনে সেরা অর্জন। আমি অনেক আনন্দিত। ভক্ত-অনুরাগীদের ভালবাসা আর সিনেমা সংশ্লিষ্টদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। এক কথায়, ভাল কাজের স্বীকৃতি সকলকেই আনন্দ দেয়। সৃষ্টিকর্তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কখনও ভাবিনি এত বড় একটি অর্জন আমার ঝুলিতে আসবে। তবে কাজটির জন্য অনেক কষ্ট করেছি। সর্বদা চেষ্টা ছিল ভাল কিছু করার। আমাদের ‘জান্নাত’ টিমের সকলের পরিশ্রমের ফলে অর্জিত হয়েছে এই পুরস্কার। ছবিটি পাঁচটি ক্যাটগারিতে পুরস্কার পেয়েছে। এটা অনেক বিশাল অর্জন। অনুভূতি সত্যিই ভাললাগার। ধন্যবাদ জানাই প্রিয় পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইকে এ রকম একটি ভাল কাজের সঙ্গে রাখার জন্য।’ এদিকে ‘জান্নাত’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। সিনেমাটি আরও তিনটি বিভাগ মোট পাঁচটি পুরস্কার জিতেছে। বর্তমানে সাইমন কাজ করছেন ‘বাহাদুরি’, নদীর বুকে চাঁদ, ‘গোপন সংকেত’ ও ‘আনন্দ অশ্রু’ নামের ছবিতে। ছবিগুলো শেষের দিকে। কয়েকদিন শূটিং করলেই ছবি কয়টি মুক্তির মিছিলে যোগ হবে। -বললেন সাইমন।
×