ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শক্তিশালী-স্বাগতিক ওমানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৩, ১৩ নভেম্বর ২০১৯

শক্তিশালী-স্বাগতিক ওমানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে দৃঢ়প্রত্যয়ী বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার দিনটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য সত্যিই ‘বৃহস্পতি তুঙ্গে’ হতে পারে। তবে এজন্য শর্ত একটিই, আর তা হলো- মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে আজ রাত ৯টায় শুরু হওয়া ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ‘ই’ গ্রুপের এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক ওমানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে হবে। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। ওমানে এক সপ্তাহ কাটলো বাংলাদেশ দলের। এই সময় কঠোর অনুশীলন হলেও উপভোগ করছেন ফুটবলাররা। একই ধরণের কন্ডিশন হওয়ায় আবহাওয়াও বাধা হবে না বলে মনে করেন ভারত ম্যাচের গোলদাতা সাদ উদ্দিন। দুই দেশের আবহাওয়ায় নেই বড় ব্যবধান। তাইতো কন্ডিশন বাধা হবে না নিজেদের সেরাটা দিতে। ওমানের বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখে প্রতিপক্ষ নিয়ে হয়েছে চুলচেরা বিশ্লেষণ। জেমি ডের পাঠশালার বড় অংশ জুড়ে থাকছে প্রতিক্ষের শক্তি সামর্থ্যও। দলে নেই কোন ইনজুরি সমস্যা। বাহরাইনে এএফসি বাছাইপর্ব খেলে ওমানে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইয়াসিন আরাফাত। ফুটবলারদের সমর্থন দিতে প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসার আহবান জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট। বিশ্বকাপ বাছাইয়ে এটা বাংলাদেশ ফুটবল দলের চতুর্থ ম্যাচ। ওমানের সঙ্গে শক্তির পার্থক্য অনেক, তবে সাহস রাখছে লাল-সবুজ বাহিনী। মাসকটেও মনে রাখার উপলক্ষ্য তৈরি করতে চান ভারত ম্যাচের নায়ক সাদউদ্দীন। অন্যদিকে সমন্বিত পারফরম্যান্সে ভাল কিছুর আশা দেখছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বুধবার ঘন্টা দুয়েকের অনুশীলনে ম্যাচ পরিস্থিতি তৈরি করে শিষ্যদের দীক্ষা দিয়েছেন কোচ জেমি ডে। বরবারের মতই রক্ষণে দেয়া হয়েছে গুরুত্ব। বল দখলে রেখে আক্রমণে ওঠার বার্তা পাওয়া গেছে অনুশীলনে। র‌্যাংকিংয়ে ১০০ ধাপ ওপরে ওমান, তাদের ডেরায় ফলাফল নিয়ে চিন্তা-শঙ্কা ... দুই-ই আছে। সাদ-জামালদের শরীরী ভাষায় অবশ্য পরিস্কার, ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। ওমানের ম্যাচ দেখে তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জেমির গেমপ্ল্যানে এবার কোন পরিবর্তন থাকবে কি? টুটুল হোসেন বাদশা ফেরায় রক্ষণে শক্তি বাড়ছে। ভাল কিছুর আশা নিয়েই বৃহস্পতিবার ওমান-পরীক্ষায় নামতে চায় দ্য বেঙ্গল টাইগার্স বাহিনী। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলছে গ্রুপ ‘ই’তে। গ্রুপের অন্য চার দল হলো কাতার, ওমান, আফগানিস্তান ও ভারত। ৫ দলের মধ্যে র‌্যাংকিংয়ে সব থেকে পিছিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে হেরে যায়। ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানে (নিরপেক্ষ ভেন্যু) অনুষ্ঠিত হয় ম্যাচটি। এরপর ১০ অক্টোবর ঢাকায় বিশ্বকাপের স্বাগতিক দল কাতারের বিপক্ষে কঠিন লড়াই করে ২-০ গোলে হেরে যায় তারা। ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে জামাল ভুঁইয়াদের পারফরম্যান্সটা ছিল আরও চোখ ধাঁধানো। কোলকাতায় অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ৯ নভেম্বর ওমানে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে জাতীয় দল। ওমান মাসকট ক্লাবকে সে ম্যাচে ৩-১ গোলে হারিয়ে ভালই প্রস্তুতি সেরে নিয়েছে লাল-সবুজরা। গ্রুপে ৫ দলের মধ্যে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ওমান। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। বিশ্বকাপও এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের চতুর্থ ম্যাচকে সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দশদিন আগেই ওমান গেছে বাংলাদেশ দল। ইন্টারনেটের তথ্য অনুযায়ী বাংলাদেশ এর আগে একবারই আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের। সে ম্যাচে হেরেছিল লাল-সবুজরা। আগামী ১৪ নভেম্বর পরিসংখ্যানটি যেন ওমানের দিকে সমৃদ্ধ না হতে পারে, সেই আপ্রাণ চেষ্টাই করবে বাংলাদেশ। এখন দেখার বিষয়, কাল তারা ওমানের কাছ থেকে কোন পয়েন্ট ছিনিয়ে অঘটনের জন্ম দিতে পারে কি না।
×