ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সারতাজ আলীম

তারকাদের প্রত্যাখ্যাত সিনেমা

প্রকাশিত: ০৭:১২, ১৪ নভেম্বর ২০১৯

 তারকাদের প্রত্যাখ্যাত সিনেমা

টম হ্যাংকস সিনেমা বলে কোন কিছু যতদিন থাকবে ততদিন এ্যান্ডি ডুফ্রেইন এবং রেড চরিত্র দুটি থাকবে সিনেমাখোরদের হৃদয়ে। এক দশকের বেশি সময় ধরে সর্বকালের সেরা ছবির খেতাব ধরে রাখা শশাঙ্ক রিডেম্পশনের মুখ্য চরিত্রে দেখা যায় টিম রবিন্সকে। বিখ্যাত চরিত্র এ্যান্ডি ডুফ্রেইনকে রুপালি পর্দায় ফুটিয়ে তোলার জন্য টম হ্যাংকসের দ্বারস্থ হন পরিচালক ফ্রাঙ্ক ডারাবন্ট। কিন্তু তিনি তখন ফরেস্ট গাম্পের জন্য চুক্তিবদ্ধ থাকায় সুযোগ বা সময় কোনটিই ছিল না টমের হাতে। কিছু সিনেমা দেখার পর মানুষের মনে গেঁথে যায়, ২ ঘণ্টার সংলাপগুলো রেশ থেকে যায় ২ যুগের বেশি সময়, সেই সঙ্গে গেঁথে যায় মুখ্য চরিত্রও! টম কি আর তখন জানতেন জানত এক মহাকাব্যদের সেরার জন্ম হতে চলেছে! ম্যাট ডেমন সিনেমা জগতের আরেক জাদুকরী সিনেমার নাম এ্যাভাটার। ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তিতে নতুন ধরনের কলোনিজমের চর্চা এবং সেখানে মানবতার স্পর্শ নিয়ে গড়ে ওঠা এই সিনেমার মুখ্য চরিত্র জ্যাক সালিতে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ম্যাট ডেমন। এমনকি তাকে সিনেমার আয়ের ১০% দেয়ার প্রস্তাবও দেয়া হয়েছিল। সিনেমাটিতে অভিনয় করলে ম্যাট ডেমন ২৫০ মিলিয়ন ডলার আয় করতে পারতেন। একেবারে পরিষ্কার করে না জানালেও তিনি বলেন তার জেসন বোর্ণের ৩য় সিনেমার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে তিনি এ্যাভাটারে অভিনয় করেননি। লিওনার্দো ডিক্যাপ্রিও এ্যালান টিউরিং এবং তার দুর্দান্ত কীর্তি জার্মানদের এনক্রিপশন ভাঙ্গার গল্প নিয়ে ইমিটেশন গেম সিনেমাটি বাজিমাত করে। বিশ্বযুদ্ধের সময়ে জার্মানদের এনিগমা যোগাযোগ যন্ত্রের কোড ভাঙ্গার গল্পের পাশাপাশি টিউরিং এর ব্যক্তিগত জীবনকে দারুণভাবে চিত্রায়িত করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন লিওনার্দো ডিক্যাপ্রি। সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত অনেকেরই ডিক্যাপ্রিওকেই এই চরিত্রের জন্য সেরা মনে হয়েছিল। ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের জন্য ভাবা হয়েছিল লিওনার্দো ডিক্যাপ্রিওকে। শন কনেরি একটা সময় ছিল যখন জেমস বন্ড বলতে মানুষ কনেরিকেই বুঝত। প্রায় এক দশক ধরে ভদকা মার্টিনি শেকেন নট স্টিয়ার্ডের সার্ভিস দেয়া এই অভিনেতা ফিরিয়ে দিয়েছিলেন লর্ড অফ দ্য রিংস এর গ্যান্ডাল্ফ আর অন্যটি হলো ম্যাট্রিক্স মুভির মরফিয়াসে অভিনয় করার প্রস্তাব। ব্র্যাড পিট ম্যাট্রিক্সের নিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব নিয়ে ব্র্যাড পিটের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এই বিখ্যাত তারকা। এ্যাপোলো থার্টিন সিনেমায় অভিনয় করার কথা থাকলেও সেভেন সিনেমার জন্য সেদিকে আর সময় দিকে পারেন না ব্র্যাড পিট। প্রস্তাব পেয়েছিলেন জেসন বোর্ণ সিনেমার মূল চরিত্রের জন্যও। স্পাই গেমস সিনেমার শিডিউলের জন্য সেটিকেও ফিরিয়ে দেন ব্র্যাড পিট। উইল স্মিথ পিটের পর ম্যাট্রিক্সের নিও চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তার কাছে ধরনা দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু স্ক্রিপ্ট পছন্দ হয়নি বলে উইল তাদের প্রস্তাব গ্রহণ করেন না। ডেনজেল ওয়াশিংটন সেভেন সিনেমার ডিটেকটিভ মিলস চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল ডেনজেল ওয়াশিংটন। কিন্তু ক্রিমসন টাইডের সেভেনের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। পরে ব্র্যাড পিট বাজিমাত করেন সেভেন সিনেমায়। আল পাচিনো স্টার ওয়ার্সের হান সলো চরিত্রটি ফিরিয়ে দেয়াটাকে নিজের ভুল সিদ্ধান্ত হিসেবে বলে থাকেন আল পাচিনো। সেই সময় সিনেমার স্ক্রিপ্ট তার বোধগম্য হয়েছিল না।
×