ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহীন আফ্রিদির বিরুদ্ধে নগ্নতার অভিযোগ

প্রকাশিত: ০৮:৪৩, ১৩ নভেম্বর ২০১৯

শাহীন আফ্রিদির বিরুদ্ধে নগ্নতার অভিযোগ

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে আলোচনায় আসা পাকিস্তানি ক্রিকেটার শাহীন আফ্রিদির বিপক্ষে ভিডিও চ্যাটে হস্তমৈথুন ও উলঙ্গ হওয়ার অভিযোগ উঠেছে। ১৯ বছর বয়সী ওই ক্রিকেটারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ আনা হয়েছে হারেম শাহ নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে। গত ১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করে ওই অভিযোগ আনেন হারেম। টুইটারে ভিডিওটি প্রকাশ করে তিনি লেখেন, এটা শাহীন আফ্রিদি। তিনি বলেছিলেন, তিনি কথা বলতে চান। কিছু সময় পর তিনি তার শরীরের গোপন জায়গাগুলো দেখাতে শুরু করেন। এটা কি ঠিক? পরবর্তীতে অবশ্য তিনি ভিডিও ও পোস্টটি টুইটার থেকে সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে এটি সরিয়ে নেয়া হয়েছে সেই ব্যাখ্যা দেয়া হয়নি ওই অ্যাকাউন্টে। ভিডিওটি সরিয়ে নিলেও তার আগেই অনেকেই সেটি ডাউনলোড করেন এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরমধ্যে একজন ব্যবহারকারী টুইটারে ভিডিওটি আবারও আপলোড করেন। এ বিষয়টি নিয়ে জি নিউজের সঙ্গে কথাও বলেছেন তিনি। আফ্রিদি বলেন, মাঠের বাইরে এমন সব অপবাদ আসে। আমি এসবে মনোযোগ দেই না। আমি শুধু বোলিংয়ের দিকেই নজর দিতে চাই। তিনি আরও বলেন, আমি এখন পুরোপুরি সুস্থ। ফিটনেস ফেরাতে আমি একটি ফার্স্টক্লাস ম্যাচও খেলেছি। এখন আমার ফিটনেস সমস্যা নেই। আমি ১১৩ ওভার বলও করেছি। এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছিলো, টুইটার অ্যাকাউন্টটি পাকিস্তানের টিকটক তারকা হারেম শাহ'র। তবে এটি একটি ফেক একাউন্ট বলে দাবি করেছেন হারেম শাহ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমার কোনো টুইটার একাউন্ট নাই। আমি এমন কোনো ভিডিও আপলোডও করিনি। আমার নামে কেউ একাউন্ট খুলে এটা করতে পারে। প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে এক ম্যাচে ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। চলতি মাসের ২১ তারিখ অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন তিনি।
×