ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারুণ্য নির্ভর দল মোহামেডানের

প্রকাশিত: ০৮:৪৪, ১৩ নভেম্বর ২০১৯

তারুণ্য নির্ভর দল মোহামেডানের

স্পোর্টস রিপোর্টার ॥ আর্থিক সংকট ও ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেনের ক্যাসিনো কেলেঙ্কারির ঝড় সামলে আসন্ন বিপিএলের জন্য তারুণ্য নির্ভর দল গড়েছে মোহামেডান। ক্লাব কর্তারা বলছেন শিরোপা জয় নয় বরং সেরা চার এর মধ্য থাকলেই' তৃপ্ত তারা। আর দলবদলে বাফুফে আর্থিক সহায়তা করতে চাইলেও, তা ফিরিয়ে দিয়েছে ৮৬ বছরের পুরানো এই ক্লাবটি। ঐতিহ্যবাহীর তকমা ছাপিয়ে, সাদা কালো শিবিরে বিষাদের আধিপত্য। ঐতিহ্যে ঘুণ ধরেছে অনেক আগেই, ক্যাসিনোকাণ্ডে হয়েছে কালিমা লেপনও। তবে নামটা মোহামেডান বলেই দোর্দণ্ড প্রতাপে লেখা হয়েছে ফিরে আসার হাজারো গল্প। বিগত ১৭ বছরে মোহামেডান দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ ট্রফিটাকে উঁচিয়ে ধরতে পারেনি। মাস দুয়েক পরেই মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের নতুন মৌসুম। ক্যাসিনো কেলেঙ্কারিতে টালমাটাল মোহামেডান কেমন করবে এবার? তবে অশান্ত ঝড়ের পরেই যে দেখা দেয় নির্মল প্রকৃতি। বিভিন্ন কারণে মোহামেডান থেকে মুখ ফিরিয়ে নেয়া সংগঠকরা, নীড়ে ফিরতে শুরু করেছে ক্লাবটির ক্রান্তিকালে। তাইতো প্রাণ ফিরেছে প্রাণের মোহামেডানে। তবে বিপিএলের জন্য দলটা হয়নি মনের মতো। গেলবারের স্কোয়াড থেকে সাদা কালোরা ধরে রেখেছেন মাত্র ৭ জন। চুক্তিবদ্ধ ২৬ দেশি ফুটবলারের গড় বয়স পেরুয়-নি ২৩ বছর। ৫ বিদেশির রিক্রুটের ২জন করে মালি আর নাইজেরিয়ার। বাকিজন জাপানি মিডফিল্ডার নাহাতা উরু। ২০ নভেম্বর শেষ হচ্ছে বিপিএল ফুটবলের এবারের দলবদল। এর আগে অন্তত আরও ২ ফরোয়ার্ড-কে দলে ভেড়ানোর পরিকল্পনা ঘরোয়া ফুটবলের ১৯বারের চ্যাম্পিয়নদের।
×