ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

প্রকাশিত: ১০:৩৪, ১৪ নভেম্বর ২০১৯

 টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে দুর্বল শ্রীলঙ্কার কাছে টি২০ সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে হার ২-০ ব্যবধানে। অথচ ছোট্ট ফরমেটের ক্রিকেটে দলটির অবস্থান এক নম্বরে। অসিদের কাছে বিধ্বস্ত হওয়ার পর এখন শীর্ষস্থান খোয়ানোর শঙ্কায় তারা। এরই মধ্যে আরও কঠিন পরীক্ষা সামনে। ২১ নবেম্বর ব্রিসবেনে শুরু হচ্ছে দুই টেস্টের সিরিজ। তিন ফরমেট থেকে সরফরাজ আহমেদকে ছুড়ে ফেলার পর সাদা পোশাকে অধিনায়ক করে আজহার আলিকে দলে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্বকাপের পর হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ আমির। বোলিং আক্রমণে লেগস্পিনার ইয়াসির শাহ থাকলেও পেস বিভাগ বেশ অনভিজ্ঞ। অনেকদিন পর ইমরান খানকে ফেরানো হয়েছে। আছেন ১৬ ও ১৮ বছর বয়সী দুই তরুণ নাসিম শাহ ও মোহাম্মদ মুসা। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসদের নিয়ে আশাবাদী পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে। আমি মনে করি আমাদের হাতে সেই বোলার আছে। ইয়াসির আগের সফরে (২০১৭) এখানে তিন টেস্টে ২০ উইকেট নিয়েছিল। তার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। আমি মনে করে আমাদের পেসাররাও কম যাবে না। ইমরান প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিং করেছে। শাহিন আফ্রিদি আর আব্বাসও নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভাল করে প্রথমাবরের মতো ডাক পাওয়া দুই তরুণ নাসিম আর মুসাও মাঠে নামতে মুখিয়ে আছে।
×